২৮ জানুয়ারি থেকে হোটেল লা মেরিডিয়ানে শুরু হয়েছে তিন দিনব্যাপী চাইনিজ খাবারের উৎসব।
আয়োজনে অতিথিদের জন্যে থাকছে
ডামপিলিং নুডলস, বেইজিং রোষ্ট ডাকস, সোয়েট ফিস,সোর ফিস ও চাইনিজ ফ্রাইড
রাইসসহ আরও বহু বৈচিত্র্যের চাইনিজ খাবারের আয়োজন। লা মেরিডিয়ান ঢাকায় নতুন
যোগ দেওয়া চাইনিজ শেফ জুজিনলেই নিজ হাতে রান্না করবেন সব আইটেম।

আগামীকাল
৩০ জানুয়ারী পর্যন্ত চলবে উৎসব। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে থেকে রাত সাড়ে ১১টা
পর্যন্ত লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে বুফে ডিনারের সাথে চাইনিজ খাবারের এই
বিশেষ আয়োজন উপভোগ করা যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন