চলতি বছরের জুন মাসে অ্যালফাবেট মালিকানাধীন গুগল এক ঘোষণায় জানিয়েছিল, অ্যাড স্ট্যান্ডার্ড বা বিজ্ঞাপণী মানদণ্ড না মানা বিজ্ঞাপনগুলো ব্লক করে দেওয়া হবে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে গুগল এই সিদ্ধান্ত কার্যকর করতে শুরু করবে বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ওইদিন থেকে গুগল ক্রোমে বিল্টইন অ্যাড ব্লকার যুক্ত হতে যাচ্ছে। নতুন নীতিমালা অনুযায়ী, স্ট্যান্ডার্ড বা বিজ্ঞাপনী মানদণ্ড মেনে ওয়েবসাইটে যেসব বিজ্ঞাপন দেওয়া হবে, সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
নীতিমালায় ব্লক করার সম্ভাবনা সবচেয়ে বেশি- পপআপ অ্যাড, অটো প্লে অডিও সমৃদ্ধ অ্যাড, প্রেস্টিশিয়াল ব্যানার, লার্জ স্টিকি ব্যানারে। আর মোবাইল ওয়েবসাইটের ক্ষেত্রে এগুলোসহ সম্পূর্ণ ডিসপ্লে জুড়ে দেখায় এমন অ্যাড এবং বড় স্টিকি ব্যানার অ্যাড ব্লক করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন